বাংলা আমার মাতৃভাষা। যা কিছু উপলব্ধি করি তার সবই বাংলাতে লেখা সম্ভব এবং সবচেয়ে পরিষ্কার করে। অথচ আগে বাংলায় তেমন লিখিনি কারণ মনে হয়েছে বাংলায় লিখলে খুব বেশি মানুষ পড়তে পারবে না। আসলে এটা বাংলা, বাঙ্গালি এবং আমার নিজের প্রতি অবিচার হয়েছে। তাই দেরিতে হলেও আমার ওয়েবপেজ এ এই ট্যাবটা শুধু বাংলায় লেখার জন্য খুললাম। দয়া করে হোমপেজ এ মূল মেনুতে ক্লিক করে লেখা গুলো পড়ুন।

Photo: Rainy day